
অনলাইনে ভর্তি প্রক্রিয়া শেষ না হাওয়া অব্ধি কোনও কলেজে ছাত্র পরিষদ নির্বাচন হবে না। বুধবার একথা পরিস্কার করে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিকে ভর্তি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ কোথাও কাউকে বিশেষ সাহায্য করবে না। এমনকি যাতে তাদের দিকে আঙুল না ওঠে সেজন্য কলেজের বাইরে হেল্প ডেস্ক পর্যন্ত বসাবে না টিএমসিপি। যোগ্যতার ভিত্তিতে ছাত্রছাত্রীরা যে যেখানে পড়ার সুযোগ পাবে তারা সেখানেই পড়বে। এক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ কোনও প্রভাব খাটাবে না। বরং কোনও টিএমসিপি সদস্য ভর্তি প্রক্রিয়ায় কোনওভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও এদিন পরিস্কার করে দিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নব নির্বাচিত রাজ্য সভাপতি জয়া দত্ত। এদিকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হবে বলে এদিন পরিস্কার করে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।