কলকাতা শহরের অন্যতম ব্যস্ত ব্রিজ এটি। বেহালা সহ ডায়মন্ডহারবারমুখী যাবতীয় বাসের রাস্তা। এই ব্রিজ টপকেই পৌঁছতে হয় শহরের পশ্চিম প্রান্তের বিভিন্ন স্থানে। দিনরাত ব্যস্ত থাকে এই ব্রিজ। সারাক্ষণ এর ওপর দিয়ে বাস, গাড়ি, মানুষজনের যাতায়াত। এমন এক অতি গুরুত্বপূর্ণ ব্রিজের রক্ষণাবেক্ষণ কী ঠিকঠাক ছিল? এ প্রশ্ন কিন্তু উঠছে। পুরনো ব্রিজ। ফলে এর যথেষ্ট রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছিল। আর যে ব্রিজের নিয়মিত রক্ষণাবেক্ষণ হয় তার ভেঙে পড়ার কথা নয়। অন্তত তেমনই মনে করছেন বিশেষজ্ঞেরা।
এদিন টানা বৃষ্টি হয় দুপুরে। প্রবল বজ্রপাত হয়। সেটাই কী তবে শেষ পেরেকটা গেঁথে দিল? প্রাকৃতিক দুর্যোগে কী তবে দুর্বল হয়ে আসা অংশ ভেঙে পড়ল? এমন প্রশ্নও উঠছে।
মাঝেরহাট ব্রিজের পাশেই কাজ হচ্ছে জোকা পর্যন্ত মেট্রো রেলের। ব্রিজের একদম পাশেই হচ্ছে কাজ। ফলে সেই কাজের ফলেও কিছু ঘটে থাকতে পারে কী? এবার সে প্রশ্নও উঠছে। কারণ মেট্রোর কাজ হলে অনেক সময়ে কম্পন হয়। তার জন্য কী তবে ভেঙে গেল ব্রিজের একটা অংশ? এসব প্রশ্ন উঠছে। উত্তর অজানা। তদন্ত হলে তবেই জানা যাবে প্রকৃত কারণ।