মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরই শুরু হয় উদ্ধারকাজ। একের পর এক আহতদের নিয়ে মূলত এসএসকেএম ও সিএমআরআই হাসপাতালে হাজির হতে থাকে অ্যাম্বুলেন্স। জরুরি বিভাগ আগেই তৈরি ছিল। ফলে সেখানে একের পর এক আহতকে বিকেল থেকে আনা হয়েছে। আর প্রায় সঙ্গে সঙ্গে শুরু হয়েছে তাঁদের চিকিৎসা। হাসপাতালগুলি তৈরি থেকেছে প্রয়োজনে আরও আহতদের চিকিৎসার জন্য। আহতদের আনার পাশাপাশি ভিড় জমতে থাকে উদ্বিগ্ন পরিজনদেরও।
ব্রিজ ভেঙে পড়ায় এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। রেল লাইনের ওপর ব্রিজটি সরাসরি ভেঙে পড়েনি। পড়েছে লাইন সংলগ্ন খালের ওপর। কিন্তু রেল লাইনের ওপর ব্রিজটি বেঁকে ঝুলছে। ফলে ওখান দিয়ে ট্রেন চালানোর মত ঝুঁকি রেল কর্তৃপক্ষ নেবেনা এটাই ছিল স্বাভাবিক। ট্রেন বন্ধ থাকায় অফিস ফেরত মানুষজন এদিন প্রবল সমস্যায় পড়েন।
এদিকে আবার বন্ধ মোমিনপুর থেকে ডায়মন্ডহারবার রোডের ওই অংশ। যে অংশের মধ্যে ব্রিজটি পড়েছে। এদিকে অধিকাংশ বাসের যাত্রাপথে ওই ব্রিজটি পড়ে। ফলে বাসগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে। যা প্রবল যানজটের সৃষ্টি করে। সব মিলিয়ে ওদিকের বাসিন্দারা এদিন অফিস ছুটির পর বাড়ি ফিরতে হিমসিম খেয়ে যান।