বেলা বাড়তেই মঙ্গলবার কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে ক্রমশ মেঘ পুরু হতে থাকে। কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয় কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে। দুপুরে কলকাতার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। প্রায় অন্ধকার নেমে আসে। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। কলকাতা জুড়েই এদিন প্রবল বৃষ্টি হয়। সঙ্গে ছিল বজ্রপাত। দুপুরে কলকাতার অনেক রাস্তায় জল জমে যায়। গাড়ির গতি কমে যায়। তৈরি হয় যানজট।
কলকাতা ছাড়াও এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি নামে। বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের বড় অংশেও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় বৃষ্টির সময় বজ্রপাত হয়ে ২টি গ্রামে ২ জনের মৃত্যু হয়। অবশ্য এই বৃষ্টি কোনও নিম্নচাপ বা সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে নয়। আঞ্চলিক মেঘ জমেই বৃষ্টি বলে জানিয়েছেন আহদবিদেরা। দুপুর বিকেলে বৃষ্টি কিন্তু কাজের দিনে মানুষজনকে রীতিমত সমস্যার মুখে ফেলে।