গত শনিবার রাতের পর রবিবার সকাল থেকে রাত। বাগরি মার্কেটের আগুন নেভাতে সবরকম চেষ্টা চালিয়ে গেছেন দমকলকর্মীরা। সারারাতও চলেছে আগুন নেভানোর কাজ। কিন্তু তারপরও সোমবার বিশ্বকর্মা পুজোর সকালে দাউদাউ করে জ্বলে চলেছে বাগরি মার্কেটের বিধ্বংসী আগুন। আগুন প্রায় গোটা বাজারটাই গ্রাস করেছে। সোমবার ভোরের দিকে একটি বিস্ফোরণ হয়ে ফের আগুন বড় আকার নিয়ে জ্বলে ওঠে। মনে করা হচ্ছে কোনও সিলিন্ডার ফেটেই বিস্ফোরণটি হয়েছে। বিস্ফোরণের জেরে পাশের একটি বাড়িতেও লেলিহান শিখা ছড়ায়। যদিও তা দ্রুত নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। কিন্তুই পাশের বাড়িটিকে আপাতত রক্ষা করা গেলেও বাগরি মার্কেট কিন্তু জ্বলেই চলেছে।
দমকল ৬ তলা বাড়ির প্রায় সব তলেই পৌঁছতে সক্ষম হয়েছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। দমকল এক জায়গায় আগুন নেভানোর পর কিছুক্ষণের মধ্যেই ফের সেখানে আগুন জ্বলে উঠেছে। এত প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে যে সেখানে চাপা আগুন কোনওভাবেই সম্পূর্ণ নেভানো সম্ভব হচ্ছে না দমকলের পক্ষে। ফলে আগুন নতুন করে বিভিন্ন জায়গায় জ্বলে উঠছে।
সুবিশাল এই পাইকারি বাজারে প্লাস্টিক, রাসায়নিক সহ এমন অনেক পণ্য মজুত রয়েছে যা থেকে দ্রুত আগুন ছড়ায়। ফলে এখন যা পরিস্থিতি তাতে সব পুড়ে যাওয়ার আগে পর্যন্ত এ আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা মুশকিল। দমকলের ৩৫টি ইঞ্জিন নিরন্তর কাজ করে চলেছে। রিলে পদ্ধতিতে জল আনা হচ্ছে। কিন্তু জল দেওয়ার কাজ থামানো হচ্ছে না। এদিকে এখনও স্থানীয়রা আতঙ্কে ভুগছেন। আতঙ্ক আগুন ফের ছড়ানোর। আতঙ্ক বাড়িটা পুরো ভেঙে পড়ার সম্ভাবনার। সব মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা অব্যাহত। কিন্তু এ জতুগৃহের আগুন কবে বা কখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে সে সম্বন্ধে কোনও ধারণাই দিতে পারছেন না দমকল আধিকারিকরা।