বাগরি মার্কেটের আগুন সোমবার দুপুর গড়িয়ে বিকেলেও জ্বলছে নিজের মত। অপরিসর জায়গায় ল্যাডার ঢুকতে না পারায় উপরের তলগুলিতে জল দিতে উল্টো দিকের বাড়িগুলিই ভরসা। সেখান থেকে দমকলকর্মীরা জল দিয়ে চলেছেন। জল আগুনে কিছুটা হলেও নিয়ন্ত্রণ আনছে বটে। কিন্তু কোথাও আগুন নেভানোর পর অন্য জায়গায় আগুন জ্বলে উঠছে। এদিকে এভাবে আগুন জ্বলেই চলায় সর্বস্বান্ত ব্যবসায়ীদের ক্ষোভ বেড়েই চলেছে। তাঁদের অভিযোগ বাড়ির মালিকপক্ষ অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে বলে দেখিয়ে টাকা নিচ্ছে। কিন্তু আদপে নাকি তা কাজ করেনা। প্রবল ক্ষোভ রয়েছে বাড়ির মালিকপক্ষের ওপর।
বাগরি মার্কেটের আগুন নেভানো এখনও সম্ভব হয়নি দমকলের পক্ষে। তবে সোমবার দুপুর গড়ানোর পর কিছুটা হলেও নিয়ন্ত্রণে আগুন। এখনও কিছু কিছু পকেটে আগুন জ্বলছে। ধোঁয়া বার হচ্ছে। আতঙ্ক বাড়াচ্ছে বাড়ি জুড়ে নানা জায়গায় তৈরি হওয়া ফাটল। কার্যত সব হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। এখনও চেষ্টা করছেন যদি সামান্য কিছুও বার করে আনা যায়।