মঙ্গলবারও নিভল না বাগরি মার্কেটের আগুন। এখনও বিভিন্ন পকেটে তা জ্বলছে। তবে যেভাবে দাউদাউ করে জ্বলছিল গোটা বাড়িটা, তেমন আর অবস্থা নয়। এখন কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে। তা হঠাৎ করে জ্বলে উঠছে। তা দ্রুত নিয়ন্ত্রণেও আনছেন দমকলকর্মীরা। হাতে অগ্নিনির্বাপক সিলিন্ডার নিয়ে তাঁরা বাড়ির মধ্যেই ঘুরছেন।
মঙ্গলবার সকাল থেকেই ব্যবসায়ীরা নিজের নিজের দোকানের কাছে যাওয়ার সুযোগ পেয়েছেন। দোকান হাতড়ে দেখছেন কিছু বার করে আনা যায় কিনা। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় বেঁচে গেছে বাগরি মার্কেটের পিছনের দিকের দোকানগুলি। সেখানে দোকান খুলে দ্রুত মালপত্র বাইরে বার করে আনছেন ব্যবসায়ীরা। চেষ্টা করছেন নিজেদের মাল যতটা বাঁচানো যায় সেদিকে।
এদিকে এখনও বাগরি মার্কেটের বিভিন্ন অংশ ভেঙে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ফলে পোড়া বাজারের ভিতরে ঢুকলেও একটা ঝুঁকি থাকছে। পোড়া এলাকা ঘুরে দেখছেন দমকল আধিকারিকরা। এদিকে মার্কেটের মালিককে পাকড়াও করার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। কারণ তিনি ও তাঁর পরিবার বাড়িতে তালা দিয়ে চম্পট দিয়েছেন। অন্যদিকে তাঁকে দ্রুত গ্রেফতারের জন্য চাপ তৈরি করছেন সব হারানো ব্যবসায়ীরা।