অটো দৌরাত্ম্যকে কেন্দ্র করে মঙ্গলবার ফের উল্টোডাঙায় উত্তেজনা ছড়াল। তাও আবার সকালে অফিস টাইমে। অটো চালকদের বেলাগাম ভাড়া চাওয়াকে সামনে রেখে এদিন উত্তেজনায় ফেটে পড়েন যাত্রীরা। উল্টোডাঙা থেকে অফিস টাইমে সল্টলেকের করুণাময়ী, সেক্টর ফাইভ সহ বিভিন্ন জায়গায় অফিস যাত্রীরা অটো ধরে যান। আর সেখানেই বিপত্তি। তাঁদের অভিযোগ, নিত্যদিন তাঁদের অটো চালকদের মর্জিমত ভাড়া গুণতে হয়। রেট ঠিক করা থাকলেও অটো চালকরা সেসব তোয়াক্কা না করে অনেক বেশি টাকা চেয়ে নেন।
মাসখানেক আগে ঠিক একই অভিযোগে ফেটে পড়েছিলেন যাত্রীরা। এদিন ফের উল্টোডাঙায় যাত্রী বিক্ষোভ চরমে উঠল। যাত্রীদের অবরোধে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। থেমে যায় গাড়ি। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, পুলিশ প্রশাসন থেকে সরকার, বিভিন্ন সময়ে এই রুটে ভাড়া বেঁধে দিয়ে যাত্রী হয়রানি বন্ধের আশ্বাস দিলেও অবস্থা আদপে বদলায়নি। অটোচালকদের দৌরাত্ম্য অব্যাহত। তারা যা ইচ্ছে তাই চালিয়ে যাচ্ছে। যেমন খুশি টাকা চাইছে। যাত্রীদের অভিযোগের আঙুল উঠেছে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও। তাঁদের দাবি, রাজনৈতিক নেতাদের মাথার ওপর হাত থাকায় অটো চালকরা এত সাহস পাচ্ছে। যেমন খুশি ভাড়া নিচ্ছে।
এদিন সকালে অফিস টাইম যাত্রী বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ উল্টোডাঙা অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশ এসে বুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশকেও যাত্রী বিক্ষোভের মুখে পড়তে হয়।