দাড়িভিটে যেভাবে ২ ছাত্রের মৃত্যু হয়েছে তার কড়া সমালোচনা করেছে বামফ্রন্ট। রীতিমত বিবৃতি প্রকাশ করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন, তাঁরা দাড়িভিটেতে ছাত্র মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করছেন। পাশাপাশি এটাও জানিয়েছেন যে তাবলে বিজেপির ডাকা বাংলা বন্ধকে তাঁরা সমর্থন করছেন না। বামফ্রন্টের দাবি, বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বন্ধ ডেকেছে। তাই সেই বন্ধকে তাঁরা কোনওভাবেই সমর্থন করতে পারছে না।
দাড়িভিট কাণ্ডে আগামী বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। ছাত্র মৃত্যুর ঘটনায় কড়া সমালোচনা করেও বামফ্রন্টের তরফে দাবি করা হয়েছে ইসলামপুর সহ আশপাশের এলাকায় ধর্মীয় বিশ্বাসকে সামনে রেখে বিভাজনের রাজনীতির চেষ্টা চলছে। তাই তারা বিজেপির এই বন্ধকে সমর্থন করছে না।
বিমান বসুর এই বিবৃতি প্রকাশকে হালকাভাবে নিচ্ছেন না রাজনৈতিক বিশেষজ্ঞেরা। বিজেপি বন্ধ ডাকার পর বামফ্রন্টের তড়িঘড়ি এ বিষয়ে বিবৃতি প্রকাশের দরকার ছিলনা বলেই মনে করছেন তাঁরা। তবু বামফ্রন্ট যখন বিবৃতি প্রকাশ করেছে তখন তা গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছেন তাঁরা। তবে বামফ্রন্টের খোলাখুলি বন্ধ না মানার কথা জানানো রাজ্য সরকারের জন্য স্বস্তির কারণ হল বলেই মনে করছে রাজ্য রাজনৈতিক মহল।