Kolkata

জমাট বাঁধা মেঘে প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিতে নাজেহাল মানুষ

আকাশে মেঘ ছিল সকাল থেকেই। তবে তা যে এমন একটানা মুষলধারার বৃষ্টি ঘটাবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি শ্যামবাজার থেকে ডানলপের মধ্যের মানুষজন। এই অঞ্চলের মানুষজনকে রীতিমত চমকে দিয়েছে প্রায় দেড় ঘণ্টা ধরে চলা একটানা বৃষ্টি। বৃষ্টি শুরু হয় ১২টা ১৫ নাগাদ। মেঘ জমাট বেঁধেছিল। তাই বৃষ্টি হতেই পারে। তাই প্রথমে তেমন গুরুত্ব দেননি কেউই। অনেক পথচারীই বৃষ্টি থেকে বাঁচতে ঢাকা জায়গায় দাঁড়িয়ে পড়েন। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবার গন্তব্যে চলে যাবেন এই ভেবে।

কিন্তু মুষলধারায় শুরু হওয়া সেই বৃষ্টি চলতেই থাকে। এতক্ষণ বৃষ্টি চলায় অনেকেই অবাক হয়ে যান। একটানা এমন চেপে বৃষ্টিতে অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়। বিটি রোড ও সংলগ্ন রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ে। বহু মানুষ কাজে বেরিয়েও আটকে পড়েন। এক জায়গায় মেঘ জমেই এই বৃষ্টি। কারণ রথতলা পার করেও যেমন বিটি রোডে বৃষ্টি তেমন একটা হয়নি, তেমনই অন্যদিকে শ্যামবাজার পার করে বৃষ্টির দেখা মেলেনি। হলেও হয়েছে নামমাত্র। তবে শ্যামবাজার থেকে ডানলপের মধ্যে সেসময়ে থাকা মানুষের অভিজ্ঞতাটা একদম অন্যরকম হল এদিন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button