অভাবের তাড়নাই কী কারণ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? প্রশ্ন উঠছে গত বুধবারের রিজেন্ট পার্কের ঘটনা সামনে আসার পর। পুলিশ তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদও চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, অভাবের তাড়না থেকেই এই ভয়ংকর সিদ্ধান্ত নেয় নস্কর পরিবার। যেটুকু জানা গেছে, গত বুধবার রাতে ৭ বছরের মেয়ের গলার নলি কেটে তারপর স্ত্রীয়ের নলি কাটেন স্বামী। পরে নিজের গলাও কাটেন। এভাবে রক্তক্ষরণ হতে থাকলে এক সময়ে ৩ জনেরই মৃত্যু হত। কিন্তু সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পেরে মা দোলা নস্কর ফোন করে ফেলেন নিজের দাদাকে। ফলে সময়মত তাঁদের হাসপাতালে ভর্তি করা যায়।
৩ জনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এঁদের মধ্যে দোলা নস্করই পুলিশকে জানান তাঁরা পরিকল্পনা করেই নিজেদের শেষ করে দিতে চেলেছিলেন। প্রথমে তাঁর গলা কাটা হয়। তারপর মেয়ের। তারপর স্বামী অতীশ নিজের গলা কাটেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রক্তমাখা ছুরিটিও উদ্ধার হয়েছে।