বৃহস্পতিবার দুপুর ১টা। কালীঘাট রোডে দাঁড়িয়ে ছিলেন বাদল মাইতি নামে এক প্রৌঢ়। সে সময়ে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের একটি গাড়ি ঘোরানোর জন্য ব্যাক করছিল। সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে যান বাদলবাবু। মৃত্যু হয় তাঁর। সরার সময়টাও পাননি তিনি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, বাদলবাবু হলদিয়ার বাসিন্দা। কর্মসূত্রে কালীঘাটে থাকতেন তিনি।
ঘটনার পর কালীঘাট থানায় রাখা ঘাতক গাড়িটি পরীক্ষা করে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞেরা। যান্ত্রিক ত্রুটির কারণ দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখতে গাড়িটিকে খুঁটিয়ে পরীক্ষা করেন তাঁরা।