রাজ্য সরকারি কর্মীদের অনেক দিনের অভিযোগ যে তাঁরা অবসর নেওয়ার পর অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় পেনশন চালুর জন্য। ফাইল সব জায়গা ঘুরে তাঁদের পেনশনের টাকা হাতে পেতে কালঘাম ছুটে যায়। এই সমস্যার কারণে মামলাও করেছেন অনেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি। এবার এসব সমস্যা থেকে তাঁদের মুক্তি দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্য অর্থ দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে সব দফতরে পাঠানো হয়েছে যে যেসব কর্মীরা অবসর গ্রহণ করতে চলেছেন তাঁদের অবসরের দিনের ২ বছর আগে থেকে তাঁদের ফাইল তৈরি শুরু করতে হবে। সার্ভিস বুক সম্পূর্ণ রেডি করে ফেলতে হবে। বছর দেড়েকের মধ্যে তা তৈরি করতে হবে। তারপর অবসরের যখন আর ৬ মাস বাকি তখন সেই পেনশন ফাইল পাঠিয়ে দিতে হবে অ্যাকাউন্টান্ট জেনারেল বা এজি অফিসে।
এরফলে সরকারি কর্মীদের অবসর গ্রহণের পর আর পেনশন চালু নিয়ে সমস্যা ভোগ করতে হবে না। অবসরের পরপরই চালু হয়ে যাবে পেনশন। সরকারি এই উদ্যোগে খুশি সরকারি কর্মীরা। দীর্ঘদিনের সমস্যা এবার মিটতে চলেছে বলেই মনে করছেন তাঁরা। রাজ্য সরকারি উদ্যোগের প্রশংসাও করেছেন তাঁরা।