গত শনিবার ছিল ওয়ার্ল্ড হার্ট ডে। সেই উপলক্ষে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের পক্ষ থেকে একটি হার্ট অ্যাওয়ারনেস এন্ড ফ্রি ট্রিটমেন্ট ক্লিনিকের আয়োজন করা হয়েছিল। শ্যামবাজারের কাছে সেরাম অডিটোরিয়ামে শনিবার সন্ধেয় নিজেদের হার্টের পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে হাজির হয়েছিলেন অনেকে। বিশেষজ্ঞ চিকিৎসক প্রভাত ভট্টাচার্য প্রত্যেককে পরীক্ষা করে দেখেন। প্রয়োজনীয় পরামর্শ দেন।
শুধু প্রত্যেককে পরীক্ষা করাই নয়, চিকিৎসক প্রভাত ভট্টাচার্য সকলকে বুঝিয়ে বলেন হার্টের সমস্যা ও তার সমাধানের উপায়। কোন ওষুধ কেন খাওয়া হচ্ছে তার বিস্তারিত বিবরণও তুলে ধরেন তিনি। কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রভাতবাবু সেই বার্তাও পৌঁছে দেন সকলের কাছে। হার্ট ভাল রাখতে, নীরোগ রাখতে সকলের কী ধরণের খাদ্যাভ্যাস জরুরি। নির্দিষ্ট সময়ের ব্যবধানে হার্টের পরীক্ষা করিয়ে নেওয়া। কী ধরণের শারীরিক সমস্যা থেকে হার্টের সমস্যা হতে পারে, সে সম্বন্ধেও সকলকে অবহিত করেন চিকিৎসক প্রভাত ভট্টাচার্য।