পুজোর মুখে খুশির আবেশ। নতুন জামা পেয়ে ১২০০ জনেরও বেশি অনাথ শিশুর মুখে অনাবিল হাসি খেলল। খুশিতে মেতে উঠল শিশু মন। সৌজন্যে ইন্দাস ইন্ড ব্যাঙ্ক ও রোটার্যাক্ট ক্যালকাটা মিড সাউথ। কলকাতার একটি বিলাসবহুল হোটেলে এক ঝলমলে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এসব অনাথ শিশুদের হাতে নতুন জামাকাপড় তুলে দেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন ব্যাঙ্কের কর্মকর্তারা। অনেক এনজিও-র হাতেও এই নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়। সেইসব এনজিও, যারা অনাথ শিশুদের নিয়ে কাজ করছে। যারমধ্যে ছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রের এনজিও। অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন অভিনেত্রী।
অনুষ্ঠানে শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় বলেই নন, উপস্থিত ছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। যাঁদের টিভির পর্দায় বা সিনেমার পর্দায় দর্শকরা প্রায়ই দেখে থাকেন। ইন্দাস ইন্ড ব্যাঙ্কের কলকাতার ২৩টি শাখা একসঙ্গে পুজোর মুখে এই উদ্যোগে সামিল হয়েছিল। এবার পুজো সবার পুজো, ক্যাচ লাইনকে সামনে রেখে ব্যাঙ্কের এই উদ্যোগকে সাধুবাদ জানান সৌরভ গঙ্গোপাধ্যায়।