সল্টলেকে ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পঞ্চমীর দিন তাঁর ভাড়া ঘরের দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হল তা পরিস্কার নয়। ময়নাতদন্তের পরই বিষয়টি পরিস্কার হবে। পুলিশ জানাচ্ছে, গৌরব সিং নামে ওই বছর ৩১-এর যুবক কলকাতায় থাকতেন কর্মসূত্রে। আসলে তিনি জামশেদপুরের বাসিন্দা।
গৌরব সল্টলেকের ডিএল ব্লকে একটি ঘরে ভাড়া থাকতেন। প্রাত্যহিক হোম ডেলিভারি থেকে তাঁর খাবার আসত। রবিবার ছিল ছুটির দিন। তায় আবার পঞ্চমী। সকালে গৌরব সিংকে যেমন খাবার তাঁরা দিয়ে যান তেমনই খাবার দিয়ে গিয়েছিলেন হোম ডেলিভারির লোকজন। সন্ধেয় তাঁরা ফের রাতের খাবার দিতে আসেন। দরজায় বারবার টোকা দিয়েও দরজা না খোলায় সন্দেহ হয়। তাঁর বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক এসে ডাকাডাকির পরও দরজা না খোলায় খবর দেওয়া হয় পুলিশে। বিধাননগর থানার পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢোকে। দেখা যায় বিছানার ওপর পড়ে আছে গৌরব সিংয়ের নিথর দেহ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জামশেদপুরে মৃতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।