
ভবানীপুরে বৃদ্ধা খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে খুনের মামলা রুজু করল পুলিশ। বৃদ্ধার কোনও অস্বাভাবিক মৃত্যু নয়, তাঁকে খুন করা হয়েছিল বলেই মনে করছে পুলিশ। পুলিশের দাবি, রবিবার সকাল ৯টা থেকে ১২টার মধ্যে ওই বৃদ্ধাকে খুন করা হয়। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে ছিল। বাঁ হাতেও ক্ষতের চিহ্ন স্পষ্ট। এসব থেকেই পুলিশের অনুমান সুনন্দা গঙ্গোপাধ্যায় নামে ওই মহিলাকে খুন করেছে দুষ্কৃতীরা। এদিকে ক্রমশ স্পষ্ট হচ্ছে এই খুনের সঙ্গে প্রোমোটার চক্রের যুক্ত থাকার সম্ভাবনা। ইতিমধ্যেই অভিযুক্ত প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। সোমবার সকালে বৃদ্ধা সুনন্দা গঙ্গোপাধ্যায়ের দেহ তাঁর ভবানীপুরের চক্রবেড়িয়ার বাড়ির মধ্যের একটি ড্রেন থেকে উদ্ধার করা হয়।পাড়া প্রতিবেশির দাবি, সুনন্দাদেবীকে বেশ কিছুদিন ধরেই বাড়ি ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। প্রোমোটাররা বাড়ি ছাড়ার জন্য মোটা টাকার অফারও দেন তাঁকে। কিন্তু ভিটে ছেড়ে তিনি অন্যত্র যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন নিঃসঙ্গ সুনন্দাদেবী। অভিযোগ নাছোড় মহিলাকে এরপর শুরু হয় ভয় দেখানো। প্রায় দিন আসতে থাকে হুমকি। একে একা থাকেন। তারওপর এভাবে হুমকি আসতে থাকায় কিছুটা আতঙ্কিত হয়েই পুলিশের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছিলেন সুনন্দাদেবী। এরপর তাঁর মৃতদেহ উদ্ধারের পর অভিযোগের আঙুল প্রথমেই ওঠে প্রোমোটার চক্রের দিকে।