সল্টলেক জিডি ব্লকে দিনে দুপুরে দুর্ঘটনা। বুধবার দুপুর দেড়টা নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুরন্ত গতির গাড়ি এসে সোজা ধাক্কা মারে রাস্তার মোড়ে তৈরি আইল্যান্ডের লোহার রেলিংয়ে। গাড়ির গতি এতটাই ছিল যে তা প্রায় শূন্যে উড়ে ধাক্কা মারে বেড়ায়। তারপর তা ভেঙে ঢুকে যায় সাজানো ঘাস জমিতে। ঘটনায় ব্যস্ত সল্টলেকে আতঙ্ক ছড়ায়। গাড়িটির সামনের ও পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়।
গাড়ির ভিতরে ছিলেন চালক ও এক আরোহী। ২ জনেই আহত হন। তবে কারও আঘাত গুরুতর নয়। ফলে এ যাত্রায় কার্যত কপাল জোড়েই রক্ষা পেলেন তাঁরা। অন্যদিকে গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর পর অন্য গাড়ি বা বাসে ধাক্কা মারলে অবস্থা আরও ভয়ংকর হতে পারত। তা না হয়ে গাড়িটি আইল্যান্ডে চড়ে যাওয়ায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই মিলেছে।