সোমবার বেলা ১১টা। সপ্তাহের শুরুর দিনটা কর্মমুখর হলেও এরপর গোটা সপ্তাহ জুড়েই একটা ছুটি ছুটি ভাব বজায় থাকবে। ফলে সোমবার সব অফিসেই শুরু থেকে পুরোদমে কাজ হয়েছে। পার্ক স্ট্রিটের এপিজে হাউসেও অনেক অফিস রয়েছে। সেখানেও ব্যস্ততা ছিল তুঙ্গে। ঠিক তখনই আচমকা বহুতলের ৬ তলার সার্ভার রুমে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে লেলিহান শিখা জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসতে থাকে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এদিকে খুব দ্রুত আগুন ছড়াতে শুরু করে। সব অফিস ফাঁকা করা শুরু হয়। ঘটনাস্থলে হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন। আসে হাইড্রোলিক ল্যাডার। এদিকে আগুন লাগার জেরে ব্যস্ত পার্ক স্ট্রিটে যানজটের সৃষ্টি হয়।
দমকলকর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুনের জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কোনও হতাহতের খবর নেই। প্রাথমিকভাবে শর্টসার্কিট বলে মনে হলেও ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।