কলকাতার উচ্চতম বহুতল হিসাবে একটি পরিচিতি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চৌরঙ্গী রোড সংলগ্ন দ্যা ৪২-র। দ্যা ৪২ নামের এই বহুতলটি এখনও সম্পূর্ণ হয়নি। নির্মীয়মাণ সেই বহুতলে শনিবার বিকেলে আগুন লেগে যায়। বাড়ি তৈরির সময় বাইরে থেকে নেট ঝুলিয়ে কাজ চলে। সেই নেট এদিন জ্বলতে দেখেন এখানকার সুরক্ষাকর্মী থেকে আশপাশের সাধারণ মানুষ। আতঙ্ক ছড়ায়। দ্রুত দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। আগুন নেভাতে পদক্ষেপ করেন বাড়িটিতে উপস্থিত কর্মীরা। ইতিমধ্যে দমকলের ৩টি ইঞ্জিন সেখানে উপস্থিত হয়। আগুন নেভানোর কাজে হাত লাগান দমকলকর্মীরা।
আগুন ওই নেটেই লাগে। ভিতরে বিশেষ ছড়ায়নি। ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বাড়িটির একটি অংশের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বাড়িটির ৮ ও ৯ তলায় বাইরে ঝোলানো নেটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হন কলকাতার মেয়র।