
জল ভর্তি গর্তে পড়ে মৃত্যু হল সাত বছরের এক বালকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের কলিন লেনে। গত একমাস ধরে এখানে একটি বহুতল নির্মাণের কাজ চলছে। নির্মাণকাজ চলা জমির অনেকটাই ফাঁকা। এখানেই খেলে বেড়ায় পাড়ার কচিকাঁচারা। এটা নতুন কিছু নয়। এদিনও পাড়ারই এক বছর সাতেকের ছেলে এখানে বল খেলছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ ছিল না। স্থানীয়দের দাবি, বেশ কিছুক্ষণ ছেলেকে দেখতে না পেয়ে তার বাবা ওই নির্মাণ কাজ চলা এলাকায় এসে খোঁজ শুরু করেন। কিন্তু সেখানে কর্মরতরা জানায় তারা কোনও বাচ্চাকে সেখানে দেখেননি। কিন্তু তার বাবার মন মানেনি। সন্দেহ হওয়ায় তিনি ওই এলাকার মধ্যেই জলে ভরা ১০ ফুট গভীর গর্তে নেমে খোঁজ শুরু করেন। সেখানেই জলের তলায় হাতড়াতে হাতড়াতে ছেলের হাতে তাঁর হাত লাগে। এরপরই তিনি জলের তলা থেকে ছেলের দেহ টেনে তোলেন। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এদিকে এখানে এতবড় নির্মাণকাজ চলা সত্ত্বেও কোনও সুরক্ষাকর্মী না থাকায় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি এমন একটা গর্ত খোঁড়া রয়েছে। নির্মাণ সংস্থার সকলেই জানেন এখানে বাচ্চারা খেলা করে। তবুও কেন সেখানে নজরদারি ছিলনা তা নিয়ে সরব হয়েছেন তাঁরা।