জমি মাপজোককারীকে ঘরে ঢুকে গুলি করে চম্পট দিল দুষ্কৃতিরা। নিউটাউনের মালোপাড়ার বাসিন্দা চঞ্চল মণ্ডল নামে ওই ব্যক্তির গায়ে ৩টি গুলি লাগে। একটি মুখে ও ২টি পাঁজরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জমির মাপজোকের পরিকল্পনা করে দেওয়ার আর্জি নিয়েই হাজির হয়েছিল আততায়ীরা। পুলিশের অনুমান এটা সুপারি কিলারদের কাজ। ঠিক কী কারণে চঞ্চল মণ্ডলকে খুন করা হল তা এখনও পরিস্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। সোমবার এলাকা থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞেরা।
মৃতের পরিবার সূত্রে খবর, জমির মাপজোক করাই ছিল চঞ্চলবাবুর পেশা। অনেকেই আসতেন জমির প্ল্যান করে দেওয়ার জন্য। তেমনই গত শনিবার ২ ব্যক্তি আসে। তাদের একটি জমি রয়েছে। তার ওপর বাড়ির একটা পরিকল্পনা করে দেওয়ার জন্য চঞ্চলবাবুকে বলে তারা। পেশাগত কারণে স্বাভাবিকভাবেই রাজি হন চঞ্চলবাবু। রবিবার সন্ধেয় সেই পরিকল্পনার কাগজ নিতে আসে ৩ জন ব্যক্তি। চঞ্চলবাবু বাড়ি না থাকায় তাঁকে ডেকে পাঠায় তারা। তারপর কাগজ নিয়ে বেরিয়ে বেরিয়ে যাওয়ার সময় আচমকাই চঞ্চলবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তেই ২টি বাইকে চড়ে চম্পট দেয় আততায়ীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এর পিছনে জমি সংক্রান্ত কোনও বিবাদ কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।