সেন্ট পলস কলেজে ফেস্টের নাম করে ছাত্রছাত্রীদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এমন অভিযোগ কয়েকদিন ধরেই সামনে আসছিল। রীতিমত তোলাবাজির অভিযোগ উঠছিল কলেজের ছাত্র সংসদের একাংশের বিরুদ্ধে। তার বিরুদ্ধে বৃহস্পতিবার কলেজেরই গেটে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিছু ছাত্রছাত্রী। কিছুক্ষণ পর কলেজের মধ্যে থেকে ধেয়ে আসেন আর এক দল ছাত্রছাত্রী। আমহার্স্ট স্ট্রিটের ওপরই ধাওয়া করা হয় বিক্ষোভরত ছাত্রছাত্রীদের। সংখ্যায় কম ওই ছাত্রছাত্রীরা পালাতে থাকেন। তাঁদের পিছু ধাওয়া করা হয়। ছাত্রদের মারধরও করা হয় বলে অভিযোগ। বিক্ষোভরত ছাত্রীদের অবশ্য মারধরের মুখে পড়তে হয়নি। তবে তাঁদের সকলকে ঘিরে ধরে পাল্টা বিক্ষোভ শুরু করে কলেজ ইউনিয়নের একাংশ।
এই উত্তপ্ত পরিস্থিতিতে আমহার্স্ট স্ট্রিটে সাধারণ জনজীবন ব্যাহত হয়। যান চলাচলেও কিছুটা প্রভাব পড়ে। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের দাবি তাঁদের ভয় দেখিয়ে টাকা চাওয়া হচ্ছে। যা তাঁরা দিতে রাজি নন। অন্যদিকে কলেজ ইউনিয়নের দাবি, তারা কখনই কোনও চাপ দেয়নি। কলেজ নির্বাচন বানচাল করতে এই কাণ্ড ঘটানো হচ্ছে।