কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কোনও কলেজে পড়ুয়াদের ক্লাসে ৬০ শতাংশ হাজিরা না থাকলে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবেনা। শনিবার দেখা যায় বেহালা কলেজে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের দাবি, কলেজ ইউনিয়ন টাকার বিনিময়ে কম হাজিরা থাকা ছাত্রছাত্রীদের হাজিরা বাড়িয়ে তাঁদের পরীক্ষায় বসার যোগ্য করে দিচ্ছে। এ নিয়ে ওই ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা বলতে থাকেন তাঁদের কয়েকজনেরও হাজিরা নেই। কিন্তু যাঁরা ইউনিয়নকে টাকা দিতে পারছেন তাঁদের হাজিরা হয়ে যাচ্ছে।
পাল্টা এই অভিযোগ অস্বীকার করে কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদ। এই নিয়ে দুপক্ষে ধস্তাধস্তি, কথা কাটাকাটিও হয়। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কলেজের প্রিন্সিপাল।