Kolkata

কলকাতা থেকে বাংলাদেশ, চালু হচ্ছে ক্রুজ সফর

জল তো সীমানা মানে না। সে তো নিজের মতই বিস্তৃত। সেই জলপথই এবার মেলাতে চলেছে ভারত-বাংলাদেশকে। সড়ক পথে যোগাযোগ তৈরি হয়েছে। যাতায়াত করছে ২ দেশের মধ্যে মৈত্রী এক্সপ্রেস। বাকি ছিল জল। এবার সেই জলপথেও ২ প্রতিবেশি দেশের মধ্যে যোগাযোগ শুরু হল বলে! আগামী বছরের মার্চ মাস থেকেই জলপথে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আরও উত্তর পূর্বে ভেসে যাবে ক্রুজ। মোটামুটি তার উদ্যোগ পাকা। ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার এক সদস্য এসভিকে রেড্ডি একথা জানিয়েছেন।

এখন বাণিজ্যের প্রয়োজনে বার্জ যাতায়াত করে ২ দেশের মধ্যে। এবার সাধারণ মানুষ নিয়ে ভেসে যাবে ক্রুজ। কলকাতা থেকে গঙ্গাবক্ষে ভেসে জলপথে সুন্দরবন হয়ে ইন্দো-বাংলা প্রোটোকল রুট হয়ে ক্রুজ চলে যাবে বাংলাদেশ। বাংলাদেশের বুকে ভেসে তা আরও এগিয়ে পৌঁছে যাবে আরও উত্তরপূর্বে। যেটুকু জানা গিয়েছে তাতে এই রুটে ক্রুজ শুরু হবে আগামী মার্চ মাস থেকে। যা হয়তো ২ দেশের বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা নেবে।


‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button