জনবহুল এলাকা। পরপর বসত বাড়ি, আবাসন। কসবার এমন এক পাড়াতেই গত বুধবার সন্ধেয় প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারধার। আতঙ্ক ছড়ায়। দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। পরে আসেন ফরেনসিক বিশেষজ্ঞেরা। এখানেই গ্যালাক্সি নামে একটি আবাসনে নিরাপত্তারক্ষীর যে ঘর রয়েছে সেখানেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে চারপাশের কাচ ভেঙে পড়ে। আগুন ধরে যায়। দমকল ও স্থানীয় মানুষের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে এলে দেখা যায় যে ঘরে বিস্ফোরণ হয় সেখানে গ্যাসের সিলিন্ডারটি কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে।
এখানে প্রশ্ন ওঠে যদি গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ না হয়ে থাকে তবে এত ভয়ংকর বিস্ফোরণ হল কীভাবে? ফরেনসিক বিশেষজ্ঞেরা যে তত্ত্ব দেন তা কিন্তু অনেকেরই ছিল অজানা। তাঁদের দাবি এটা সেই অর্থে বিস্ফোরণ নয়। এটা বদ্ধ ঘরে তৈরি হওয়া বাষ্প ফেটে এই কাণ্ড হয়েছে। একটি ঘরে গ্যাস সিলিন্ডার থাকলে এবং সেই ঘর বেশ কিছুদিন টানা বন্ধ থাকলে সেখানে একটি গ্যাস তৈরি হয়। সেই গ্যাস কোনওভাবে আচমকা কোনও আগুন বা বিদ্যুতের সংস্পর্শে এলে তা ফেটে যায়। এখানে সেটাই হয়েছে বলে দাবি করেন বিশেষজ্ঞেরা।