শীত জাঁকিয়ে না পড়লেও কলকাতায় এখন বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। রাত বাড়লে ঠান্ডা বাড়ছে। বেলা বাড়লে আবার কিছুটা গরম হচ্ছে। হেমন্তের দিনগুলো যেমন হয় তেমনই এখন বাতাসে শীতের পদধ্বনি। মাঝরাতে ঠান্ডা বেশি থাকায় মানুষজন বেশ চাদর মুড়ি দিয়ে ঘুম দিচ্ছেন। শুক্রবার রাত আড়াইটে নাগাদ তাই গোটা বরানগর এলাকাটাই খাঁ খাঁ করছিল। সেই সময়ে নিমতলার দিক থেকে ফিরছিল ৩ বন্ধু। গোপাল লাল ঠাকুর রোডে ষষ্ঠীতলা মন্দিরের সামনে এসে ফাঁকা রাস্তায় উদ্দাম গতিরে সেই বাইক নিয়ন্ত্রণ হারায়। তারপর তা গিয়ে ধাক্কা মারে মন্দিরের বন্ধ দরজার কোণায়। ভেঙে পড়ে কোণা। ছিটকে পড়ে বাইক। ছিটকে পড়ে আরোহীরাও।
এই দুর্ঘটনায় ২ জন আহত হলেও যে কিশোর বাইক চালাচ্ছিল তার মৃত্যু হয়। একাদশ শ্রেণির ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।