নিউটাউনে আইনজীবী হত্যা রহস্যের অবশেষে কিনারা হল। স্বামীকে হত্যার কথা স্বীকার করে নিয়েছে তাঁর স্ত্রী অনিন্দিতা পাল দে। রজত দের দেহ পরীক্ষা করে পুলিশ তাঁর গলায় সরু দাগ পায়। সেই সরু দাগ যে কোনও তার জাতীয় কিছুর তা তদন্তকারী আধিকারিকদের কাছে পরিস্কার ছিল। অর্থাৎ রজতবাবুকে কোনও তার জাতীয় জিনিস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অনুমান করেন তাঁরা।
অন্যদিকে রজতবাবুর দেহের বেশ কিছু দাগ থেকে পরিস্কার হয় যে তাঁর সঙ্গে কারও ধস্তাধস্তিও হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে বার বার পুলিশের কাছে নিজেরর বয়ান বদলায় তাঁর স্ত্রী অনিন্দিতা পাল দে। কখনও সে বলে, রজত দে গলায় চাদর জড়িয়ে আত্মহত্যা করেছেন। কখনও দাবি করে হার্ট অ্যাটাকেই মৃত্যু হয় তার স্বামীর। অনিন্দিতার কথায় অসঙ্গতি দেখে তাকে গত শনিবার আটক করে পুলিশ।
অনিন্দিতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারী আধিকারিকেরা। সেই জিজ্ঞাসাবাদের মুখে অবশেষে রজত দে খুনে তার যোগাযোগের কথা স্বীকার করে নেয় স্ত্রী। স্বীকারোক্তির পরই তাকে গ্রেফতার করে পুলিশ। এবার তাকে হেফাজতে নিয়ে টানা জেরা করে পুরো কাহিনি স্পষ্ট করতে চাইছেন পুলিশ আধিকারিকরা।