
রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটল কলকাতায়। মঙ্গলবার সকালে সংকটজনক অবস্থায় তাঁদের বাড়ির ছেলেকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত যুবকের পরিবারের দাবি, অবস্থা সংকটজনক হলেও রোগী ভর্তি নিয়ে গড়িমসি করে হাসপাতাল। ফলে তাঁকে ভর্তি করতে দেরি হয়। সেজন্যই মৃত্যু হয় রোগীর। প্রতিবাদে হাসপাতালে ভাঙচুর শুরু করেন রোগীর আত্মীয় পরিজনেরা। পরে অবস্থা নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ হাজির হয়। পুলিশের হস্তক্ষেপে অবস্থা নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে কেন্দ্র করে দিনভরই থমথমে ছিল হাসপাতালের পরিবেশ।