শিশুমৃত্যুকে কেন্দ্র করে পার্ক সার্কাসের ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে হামলার অভিযোগ উঠল শিশুর পরিবার পরিজনের বিরুদ্ধে। হাসপাতালের বহির্বিভাগে ভাঙচুর করা হয়। কাচ ভেঙে দেওয়া হয়। কম্পিউটারের ক্ষতি করা হয়। এমনকি হাসপাতালের কর্মীরাও ক্ষুব্ধ পরিজনদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ সামনে এসেছে।
শিশুর পরিবারের অভিযোগ তারা তাদের মাস চারেকের শিশুকে হাসপাতালে আনার পর তার চিকিৎসা হয়নি। চিকিৎসক ছিলেননা। যদিও সেকথা মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের দাবি সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। এদিকে এখানে অনেক শিশু ভর্তি। এই হামলায় তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়।