Kolkata

পাশে আছেন তাঁরা, ভরসা দেওয়ার চেষ্টা বাম নেতৃত্বের

উত্তর ২৪ পরগনার আমডাঙার ঘরছাড়াদের ফেরানোর দাবিতে মঙ্গলবার বৃষ্টিভেজা দুপুরে শহরের রাজপথে মিছিল করলেন বাম নেতৃত্ব। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিল শেষ হয় রানি রাসমণি অ্যাভিনিউতে। সেখানেই মিছিল শেষে বক্তব্য রাখেন বাম নেতারা। যেখানে বামপন্থী কর্মী সমর্থকদের ভরসা দিতে দেখা যায় তাঁদের। বারবার পাশে থাকার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তাঁরা। পাশাপাশি তৃণমূলকেও বিঁধেছেন তাঁরা। রাজ্যে এখন তৃণমূলই তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বলে দাবি করেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র।

Kolkata News
কলকাতায় বামেদের মিছিল, ছবি – আইএএনএস

বামেরা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়ে সূর্যকান্তবাবু বলেন, উত্তরবঙ্গেও সমান তালে বাম আন্দোলন চলছে। আগামী ২৭ ডিসেম্বর উত্তরবঙ্গে রাজ্য সরকারের প্রধান সচিবালয় উত্তরকন্যা অভিযান হবে বলে জানান তিনি। ওই অভিযানে অংশ নেবেন কৃষকরা। এর ৩ দিন পর ৩০ ডিসেম্বর ফের একটি উত্তরকন্যা অভিযান হবে। সেখানে অংশ নেবেন বামপন্থী শ্রমিক ও কর্মচারি সংগঠনের সদস্য সমর্থকেরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button