বামেদের ডাকে ২ দিনের ভারত বন্ধ নিয়ে কড়া অবস্থানই নিল রাজ্য সরকার। বন্ধ যে কোনও মূল্যেই মানা হবে না তা স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই অবস্থান ধরে রেখে বন্ধ হলে সেই দিনগুলোতে রাজ্য সরকারি দফতরে কর্মচারিদের হাজিরা বাধ্যতামূলক করা হয়ে আসছে। এবারও তার অন্যথা হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বন্ধ ডাকায় বাম শ্রমিক সংগঠনগুলির ধারণা ছিল এবার হয়তো কিছুটা হলেও নরম মনোভাব দেখাবে রাজ্য সরকার। কিন্তু তা হল না।
শুক্রবার অর্থ দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারিদের জানিয়ে দেওয়া হল ৮ ও ৯ জানুয়ারি বামেদের ধর্মঘটের দিন তো বটেই, এমনকি তার আগে পিছের দিনেও মিলবে না ছুটি। অর্থাৎ ৭, ৮, ৯, ১০ জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারিরা ছুটি নিতে পারবেননা। হাজিরা বাধ্যতামূলক। গ্রহণযোগ্য কারণ ছাড়া হাজিরা না থাকলে কাটা যাবে ছুটি। এছাড়া কর্মজীবন থেকেও একটি দিন বাদ যাবে।