রাত তখন ১টা। শীতের রাতে বড়বাজারের মত ব্যস্ত এলাকাতেও নিস্তব্ধতা বিরাজ করছিল। মানুষজনও সংখ্যায় নগণ্য। এই অবস্থায় আচমকাই এখানে আর্মেনিয়ান স্ট্রিটের একটি প্যাকিং বাক্সের গুদামে আগুন ধরে যায়। গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ছড়াতে বেশি সময় নেয়নি। আগুনের লেলিহান শিখার আঁচ গিয়ে লাগে আশপাশের বাড়িতেও। পুরনো কলকাতার এই এলাকায় গায়ে গায়ে বাড়ি। ঘিঞ্জি এলাকা। বহুতলগুলিতে বহু পরিবারের বাস। ফলে আগুনে আতঙ্ক ছড়ানোটাই ছিল স্বাভাবিক।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকলের ১০টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ভোর হয়ে যায়। যদিও তারপরও সকালে ছিলেন দমকল কর্মীরা। সব পোড়া অংশ সরিয়ে সরিয়ে দেখা হয় কোথাও লুকিয়ে আছে কিনা আগুনের শিখা। কিন্তু কেন লাগল এই আগুন? দমকলের কাছে আগুন লাগার কারণ এখনও পরিস্কার নয়। তবে তাঁরা মনে করছেন শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।