বন্ধের জেরে অশান্তি ছড়াল খোদ কলকাতাতেও। সাধারণত শেষ কয়েক বছরে যে কটি বন্ধ হয়েছে, তাতে শহর কলকাতা কোনওভাবেই বন্ধের শিকার হয়নি। এখানে জনজীবন মোটের ওপর স্বাভাবিক থেকেছে। এদিন যে তার অন্যথা চোখে পড়েছে এমন নয়। কিন্তু বন্ধ সমর্থকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের চেষ্টা করেছেন এমন চিত্র চোখে পড়েনি। এদিন হল। সকাল ৯টা নাগাদ এদিন ব্যস্ত সেন্ট্রাল অ্যাভিনিউয়ের শোভাবাজার মোড়ে বন্ধ সমর্থকেরা রাস্তা অবরোধ করেন। টায়ার জ্বালানো হয়। জ্বালানো হয় কাগজও। ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। আতঙ্ক ছড়ায় এলাকায়। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করে। বন্ধ সমর্থকদের হটিয়ে রাস্তায় ফেল যান চলাচল শুরু করায় তারা। কিন্তু মাঝে মধ্যেই ফের ফুটের ধারে জমা হওয়া বন্ধ সমর্থকেরা রাস্তার ওপর উঠে এসে অবরোধের চেষ্টা করেন।
এদিন মৌলালি মোড়েও অবরোধ হয়। বন্ধ সমর্থকেরা মৌলালি মোড় অবরোধ করেন। মিছিল বার করা হয় শিয়ালদহতেও। বউবাজারে কুশপুত্তলিকা দাহ করা হয়। তবে শ্যামবাজার বা হাজরা বা গড়িয়াহাট বা খোদ ধর্মতলাতে জনজীবন স্বাভাবিক ছিল। বন্ধ সমর্থকদের রুখতে প্রচুর পুলিশি বন্দোবস্ত ছিল এখানে।