
তাদের আপাত ভদ্র নতুন প্রতিবেশিই কিডনি পাচার চক্রের কিংপিন! কথাটা এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না রাজারহাটে টি রাজকুমারের পাড়া প্রতিবেশিরা। মাস ছয়েক আগে এখানেই একটি বাড়ি ভাড়া করে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতে আসে টি রাজকুমার। নম্র ভদ্র ব্যবহার। কম কথার মানুষ। থাকতে আসার পর অধিকাংশ সময়েই বাড়ির বাইরে থাকত রাজকুমার। স্ত্রী ও সন্তান এখানেই থাকত। রাজকুমারের স্ত্রী বাংলা জানলেও রাজকুমার মূলত কথা বলত হিন্দি বা ইংরাজিতে। সম্প্রতি পাশেই একটি প্রাসাদোপম নতুন তৈরি বাড়ি কেনে সে। নাম দেয় সেভেন হিলস। সেই বাড়িতেই গত রবিবার ছিল গৃহপ্রবেশ। আর মঙ্গলবার ছিল তাদের বিবাহ বার্ষিকী। গৃহপ্রবেশ ও বিবাহবার্ষিকী উপলক্ষ্যে পাড়ার প্রায় ২৫০ লোককে গত মঙ্গলবার নতুন বাড়িতে নিমন্ত্রণ করে রাজকুমার। সেই অনুষ্ঠান চলাকালীনই সেখানে হাজির হয় পুলিশ। গ্রেফতার করে গৃহকর্তা টি রাজকুমার রাওকে। তল্লাশি নেয় গোটা বাড়ির। এমন এক সিনেমাটিক ঘটনায় হতভম্ব হয়ে যান অতিথি হিসাবে আসা পাড়া প্রতিবেশিরা। প্রতিবেশিদের দাবি, এখানে আসার পর থেকেই টাকা ছড়াত রাজকুমার। সে সেলুনে হোক বা গাড়ির চালকের টিপস। হাজারের নিচে কথা বলত না। খুব অল্প সময় বাড়িতে থাকলেও যে কটা দিন সে ছিল সেই কদিন এভাবেই টাকা ছড়িয়ে এলাকায় বেশ আলোচ্য হয়ে উঠেছিল নম্র স্বভাবের রাজকুমার।