শুক্রবার মুক্তি পেল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে হওয়া সিনেমা ‘দ্যা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই এই সিনেমাকে কেন্দ্র করে বিতর্ক চরমে ওঠে। কংগ্রেস এই সিনেমার মুক্তি বন্ধ করার জন্য সওয়াল করে। এদিন কলকাতার হিন্দ সিনেমা হলে দুপুরে শো শুরুর আগেই সেখানে হাজির হন যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। সংখ্যায় জনা ৫০ বিক্ষোভকারী সিনেমার প্রদর্শন বন্ধ করার দাবি জানাতে থাকেন। হলের দিকে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। তাঁদের হাতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল। কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর অবশ্য বিক্ষোভকারীরা শান্ত হন। এদিকে হলে তখন শুরু হয় সিনেমার প্রদর্শন।
দর্শকদের দাবি, তাঁরা সিনেমা দেখছিলেন। সবে শুরু হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হল কর্তৃপক্ষের তরফে তাঁদের জানানো হয় সুরক্ষা জনিত কারণে তাঁদের সিনেমার প্রদর্শন বন্ধ করতে হচ্ছে। অগত্যা বেরিয়ে আসেন দর্শকরা। তাঁদের টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়। এদিকে কংগ্রেসের বিক্ষোভের জেরে ব্যস্ত এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনার সৃষ্টি হয়। প্রভাব পড়ে যান চলাচলেও।