Kolkata

মমতার ব্রিগেডে আসছেন না রাহুল, সনিয়া!

প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আদায় কাঁচকলায়। সম্ভবত সেই কারণকে মাথায় রেখেই আগামী ১৯ জানুয়ারি শনিবার ব্রিগেডে বিরোধী দলগুলির সভায় উপস্থিত থাকছেন না ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেস সূত্রে এমনই জানা গিয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই সনিয়া গান্ধীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। রাহুল গান্ধীর যে কোনও সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন, তবু ব্রিগেডে সম্ভবত রাহুল বা সনিয়া কাউকেই দেখা যাবেনা। কংগ্রেসের প্রতিনিধি হিসাবে সভায় উপস্থিত থাকতে পারেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।

সনিয়া গান্ধী নাও আসতে পারেন তা আগেই শোনা যাচ্ছিল। কারণ তাঁর শারীরিক অবস্থার কারণে তাঁর সফর কাটছাঁট হতেই পারে। কিন্তু রাহুল গান্ধী আসবেন কিনা তা নিয়ে একটা জল্পনা চলছিল। জল্পনা আরও প্রকট হয় যখন ৩ রাজ্যে কংগ্রেস সরকারে ফেরার পর রাজস্থানে অশোক গেহলৌত, মধ্যপ্রদেশে কমল নাথ ও ছত্তিসগড়ে ভূপেশ বাঘেলের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত না থাকে সেখানে তৃণমূলের প্রতিনিধি হিসাবে দীনেশ ত্রিবেদীকে পাঠান।


(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button