
বন্ধুদের সঙ্গে আম পাড়তে গিয়েছিল মেধাবী ছাত্র হিসাবে পরিচিত অনিরুদ্ধ। কিন্তু সে যাওয়াই শেষ যাওয়া হয়ে রইল। আর বাড়ি ফেরা হল না অনিরুদ্ধর। হরিদেবপুরের বাসিন্দা অনিরুদ্ধ বিশ্বাসের পাড়ার কাছেই হরির বাগান। এখানেই গত মঙ্গলবার আম পাড়তে বন্ধুদের সঙ্গে হাজির হয় এ বছর উচ্চমাধ্যমিকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ অনিরুদ্ধ। স্থানীয় সূত্রের খবর, গাছ থেকে আম পাড়ার জন্য ঢিল ছুঁড়ছিল অনিরুদ্ধরা। সেই সময়ে একটি ঢিল কাছের একটি বাড়ির কাচের জানালায় লাগে। ভেঙে যায় কাচ। ছুটে আসে বেশ কয়েকজন যুবক। অনিরুদ্ধদের ঘিরে ধরে শুরু হয় মার। কয়েকটা কিল, চড় পড়ার পর তার অন্য বন্ধুরা পালাতে সক্ষম হলেও অনিরুদ্ধ পারেনি। বেদম প্রহারে এক সময়ে অচেতন হয়ে পড়ে সে। এরপর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে এম আর বাঙুর ও পরে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাতেই মারা যায় অনিরুদ্ধ। এই ঘটনায় রাতেই ১ জন ও বুধবার সকালে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অনিরুদ্ধর মৃত্যুতে গোটা এলাকাই শোকস্তব্ধ। তরতাজা ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না অনিরুদ্ধর বাবা-মা।