কলকাতা পুরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাশীপুরের ২২ নম্বর বস্তি এলাকা। এখানে বহু মানুষের বাস। সেই এলাকাই এদিন সকালে রণক্ষেত্রের চেহারা নেয়। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর দিকে ধেয়ে যায়। পাল্টা উল্টোদিক থেকেও ইট বৃষ্টি শুরু হয়। একে অপরের ওপর লাঠি, পাথর, ইট নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ২ পক্ষে হাতাহাতি শুরু হয়। বড় এলাকা জুড়ে এই অশান্তি ছড়িয়ে পড়ে। অবশেষে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। তবে দিনভরই এলাকায় চাপা উত্তেজনা ছিল।
ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে। স্থানীয়রা জানাচ্ছেন যে ২টি গোষ্ঠীর মধ্যে অশান্তি তারা ২ পক্ষই তৃণমূল কংগ্রেস করে। কিন্তু এলাকা কার হাতে থাকবে তা নিয়েই তাদের মধ্যে রাত থেকে চলছিল অশান্তি। যা সোমবার সকালে প্রবল আকার ধারণ করে। স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনার পরও এলাকা জুড়ে ছড়িয়েছিল ইটের টুকরো। কয়েকটি বাড়িতেও চড়াও হয় বিবদমান ২ গোষ্ঠীর লোকজন।