২০১৬ সালের ১৩ জানুয়ারি। শীতের ভোরে রেড রোডে চলছিল প্রজাতন্ত্র দিবসের আগে কুচকাওয়াজের অনুশীলন। সে সময়ে এক বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ু সেনা আধিকারিক অভিমন্যু গৌড়ের। এই হিট এন্ড রান কেসে ১৬ জানুয়ারি পার্ক সার্কাসের ৭ মাথার মোড় থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত সাম্বিয়া সোহরাবকে। ব্যাঙ্কশাল আদালতে তার বিরুদ্ধে মামলা শুরু হয়।
পুলিশের তরফে হওয়া এই মামলায় সাম্বিয়া ছাড়াও অভিযুক্ত হিসাবে দেখানো হয় তার বাবা তৃণমূল নেতা মহম্মদ সোহরাব ও সাম্বিয়ার ২ বন্ধু জনি ও শানুকে। এই মামলা চলার মাঝে জামিন চেয়ে আবেদন করলেও সাম্বিয়ার জামিনের আবেদন মঞ্জুর হয়নি। সেই মামলায় বুধবার রায় জানাল ব্যাঙ্কশাল আদালত।
ব্যাঙ্কশাল আদালতের বিচারক সাম্বিয়াকে খুনের অভিযোগ থেকে রেহাই দিয়েছেন। তবে তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর জন্য মৃত্যুর অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট করার মামলায় আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে মৃত অভিমন্যু গৌড়ের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ১০ হাজার টাকা সম্পত্তি নষ্টের জন্য ক্ষতিপূরণ ধার্য হয়েছে।
অর্থাৎ ৩ বছর বিচারাধীন বন্দি হিসাবে গারদের পিছনে কাটিয়ে ফেলার ফলে জরিমানা দিলে মুক্তি নিয়েও কোনও সমস্যা রইল না সাম্বিয়ার। এদিন তার বাবা ও ২ বন্ধুকেও যাবতীয় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে আদালত। ফলে এই রায় সাম্বিয়া ও তার পরিবারের জন্য স্বস্তির রায় বলাই যায়।