
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সমস্যা পিছু ছাড়ছে না। তাঁকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য যে প্রত্যক্ষ সংঘাত শুরু হয়েছে তাতে নয়া সমস্যার মুখে পড়লেন তিনি। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে হাজির হয়ে রাজীব কুমার আইনভঙ্গ করেছেন।
চিঠিতে জানানো হয়েছে, রাজীব কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নামঞ্চে ধর্না দিতে কয়েকজন পুলিশ আধিকারিককে নিয়ে বসেছিলেন। যা আদপে শৃঙ্খলাভঙ্গ। তিনি সার্ভিস রুল ভঙ্গ করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। এজন্য ১৯৮৯ ব্যাচের এই আইপিএস আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)