উত্তর কলকাতার অত্যন্ত পরিচিত একটি গলি নলিন সরকার স্ট্রিট। ব্যস্ত গলিতেই রয়েছে সোনার কাজের কারখানা। গোপন খবরের ভিত্তিতে সেখানেই হানা দেন কাস্টমস বিভাগের গোয়েন্দারা। উদ্ধার হয় ১৯ কেজি বেআইনি সোনা। যার বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা। সোনা উদ্ধারের পর ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে।
কাস্টমসের প্রিভেনটিভ বিভাগের কমিশনার জানিয়েছেন, ওই কারখানা থেকে তাঁরা ১২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন। যার এক একটির ওজন ছিল ১১৬ গ্রাম। এছাড়া ২টি সোনার বার উদ্ধার হয়েছে। যার ওজন ছিল ১ কিলোগ্রাম করে। বিদেশি প্রস্তুতকারকের হলমার্ক দেওয়া ছিল সব সোনার বার ও বিস্কুটে। এগুলো এখানে গলানো হত বলে জানানো হয়েছে।
কাস্টমসের প্রিভেনটিভ বিভাগের কমিশনার দীপ শেখর আরও জানিয়েছেন, এই সোনা বেআইনিভাবে পশ্চিম এশিয়া থেকে বাংলাদেশ হয়ে কলকাতার এই কারখানায় পৌঁছয়। এখানে এগুলো গলিয়ে তারপর সবমিলিয়ে ১ কেজি করে বার তৈরি হত। সেই বার অন্য দেশে আবার পাচার হয়ে যেত। ভারতে বিভিন্ন ওজনে সোনা এনে এখানে এক কেজির বার বানানো হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)