মায়ের সঙ্গে ঝগড়া বেঁধেছিল। নতুন কিছু নয়। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হয়ে থাকে। গত মঙ্গলবারও তেমনই হয়। ঝগড়া চলাকালীন আচমকা ১৭ বছরের ছেলে মা সোমা মান্নার গায়ে কেরোসিন এনে ঢেলে দেয়। তারপর কিছু বুঝে ওঠার আগেই। আগুন জ্বালিয়ে দেয়। ঘরের মধ্যে জীবন্ত জ্বলতে থাকেন বছর ৪০-এর ওই মহিলা। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন।
দ্রুত সেখানে হাজির হন প্রতিবেশিরা। তাঁরাই সোমা মান্নার গায়ের আগুন নিভিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যান। অভিযুক্ত ছেলেকেও তাঁরা পুলিশের হাতে তুলে দেন। কিশোর হওয়ায় আইনত তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয়। ঘটনাটি ঘটেছে নিউটাউনে।
প্রতিবেশিদের দাবি, ওই কিশোরকে ছোট থেকে তার মা আদরে রেখেছিলেন। ছেলের জন্য সব করেছেন তিনি। কিন্তু ছেলে কিছুতেই সন্তুষ্ট হতনা। মায়ের সঙ্গে সবসময় ঝগড়া করত। তারপর এদিন তো মায়ের গায়ে আগুনই দিয়ে দিল সে। তাঁর ছেলেই যে তাঁর গায়ে আগুন দিয়ে দিয়েছে তা হাসপাতালে শুয়ে পুলিশের কাছে স্বীকার করেছেন মা সোমা মান্না। তাঁর চিকিৎসা চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)