বুধবার দুপুর ৩টে নাগাদ মৌলালি থেকে মিছিল বার করে মানবাধিকার সংগঠন এপিডিআর। এই মিছিল সম্বন্ধে আগেই তাঁরা পুলিশকে জানিয়েছিলেন। মিছিলে লোকজন জমা হতে থাকেন ২টো থেকেই। ৩টে নাগাদ মিছিল শুরু হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র সহ এপিডিআর নেতৃত্ব। যুদ্ধবিরোধী বার্তা নিয়ে মিছিল এগোতে থাকে।
এস এন ব্যানার্জী রোড ধরে মিছিল এগোচ্ছিল ধর্মতলার দিকে। পুলিশ ছিল। মিছিলে উপস্থিত এপিডিআর-এর কয়েকজন জানাচ্ছেন, জানবাজারের কাছে গলি দিয়ে জনা ১৫ যুবক হাতে ভারতের জাতীয় পতাকা ও ভারতমাতার জয় স্লোগান দিতে দিতে মিছিলের সামনে এসে পড়ে। মিছিল এগোতে বাধা দেয়।
এভাবে মিছিল আটকানোর চেষ্টায় উত্তেজনা সৃষ্টি হয়। এপিডিআর-এর মিছিলে থাকা কিছু যুবকের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। হস্তক্ষেপ করে পুলিশ। এরপর পুলিশই ওই যুবকদের সরিয়ে দেয়। পরে মিছিল শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে।
এপিডিআর-এর অভিযোগ পুলিশ যথেষ্ট তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেয়নি। তাহলে বিষয়টা এতদূর গড়াত না। পাশাপাশি তাদের অভিযোগ ওই যুবকরা আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদের কর্মী। তবে উত্তেজনা ছড়ালেও তা বেশি দূর গড়াতে পারেনি।