পূর্বাভাস ছিলই। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যের পশ্চিমাঞ্চল হয়ে ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকবে মেঘ। রবিবার বা সোমবারের মধ্যেই কলকাতায় বৃষ্টি হবে। পূর্বাভাস মিলিয়ে সেই বৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হল রবিবার সন্ধের পর থেকেই। সন্ধে থেকেই কলকাতার আকাশ লাল হতে শুরু করেছিল। মেঘ জমছিল আকাশে। সন্ধে রাত থেকেই মেঘের গুড় গুড় শুরু হয়। কোথাও কোথাও ২ চারফোঁটা জলও পড়ে। সব মিলিয়ে বৃষ্টির জন্য পরিবেশ তৈরি হয়ে যায়।
রবিবার সন্ধের পর থেকে মেঘের গর্জন রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেমন, বেড়েছে তেমনই বেড়েছে ঝোড়ো হাওয়ার দাপট। ঠান্ডা হাওয়ার দাপট ছিল রীতিমত। হাওয়া ছিল সোঁদা বৃষ্টি বৃষ্টি গন্ধ। মেঘের গর্জনের সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানিও নজর কেড়েছে। সব মিলিয়ে শীতের দিনের শেষে ফাল্গুনের মাঝামাঝি পৌঁছে প্রথম বৃষ্টির পরিবেশ বেশ গুছিয়েই তৈরি হয়। আর রাত বাড়তেই শুরু হয় বৃষ্টি।
গত কয়েকদিন ধরেই কলকাতায় তাপমাত্রার পারদ চড়ছিল। ফলে বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছিল। অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় রবিবার সন্ধে থেকে বৃষ্টি হল। কোথাও কম, কোথাও বেশি। তবে বৃষ্টি হয়েছে। মাঘের শেষে এবার রাজ্য বৃষ্টি পায়নি। খনার বচন মেনে মাঘের শেষে বৃষ্টি হয়নি। হল ফাল্গুনের মাঝে এসে। তবে এটা শনিবার হলে হয়তো মানুষজন কিছুটা হলেও স্বস্তি পেতেন। রবিবার রাতে শুরু হওয়ায় পরদিন সোমবার সকালে কাজে বার হওয়ার একটা চাপ ছিলই।