আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীদের ৯টার মধ্যেই যেখানে যেখানে সিট পড়েছে সেখানে পৌঁছে যেতে বলেছে সংসদ। পৌঁছে যেতে হবে শিক্ষকদেরও। মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা শুরুর পরই হোয়াটসঅ্যাপে ছড়ানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শিক্ষা দফতর। বিরোধী দলের তরফে কার্যত তুলোধোনা করা হয়েছে রাজ্য সরকারকে। তাই হয়ত উচ্চ মাধ্যমিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে বদ্ধ পরিকর শিক্ষা দফতর ও সংসদ।
সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যে বাথরুমে যেতে দেওয়া হবে না কোনও পরীক্ষার্থীকে। পরীক্ষার হলে কোনওভাবে মোবাইল সহ ধরা পড়লে রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হতে পারে। একইভাবে পরীক্ষা নিতে আসা শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও কড়াকড়ি রয়েছে। তাঁরাও কেউ মোবাইল নিয়ে কেন্দ্রে গার্ড দিতে পারবেননা। এছাড়া নজরদারির সবরকম পদক্ষেপ করছে সংসদ।
প্রশ্নপত্রও বিশেষভাবে প্যাক করা থাকছে। তা যাতে কোনওভাবে পরীক্ষার আগে লিক না হয়ে যায় তারজন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। সব মিলিয়ে উচ্চমাধ্যমিক নির্বিঘ্নে কাটাতে সব রকম ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যথেষ্ট কড়া অবস্থান নিয়েছে সংসদ।