Kolkata

ফাগুন উধাও, সারাদিন কাকভেজা বৃষ্টিতে ভিজল শহর

রবিবার রাত থেকেই শুরু হয়েছিল ঝড়, বৃষ্টি। মাঝরাতে শুরু হয় শিলাবৃষ্টিও। সোমবার সকালে শহরবাসীর ঘুম ভেঙেছিল ঝোড়ো হাওয়া আর পুরু মেঘের মেঘলা আকাশে। সোমবার বেলা বাড়তে যেমন প্রবল বৃষ্টি শুরু হয়েছিল, তেমনই আবার দুপুর হতেই আকাশের মেঘের স্তর কেটে অনেক জায়গায় ঝলমলে রোদ উঠে যায়। রোদ ছিল বিকেল পর্যন্ত। সন্ধের পরও তেমন বৃষ্টি পায়নি কলকাতা সহ আশপাশের এলাকা। কিন্তু ছবি ফের বদলে গেল মঙ্গলবার।

Monsoon
প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা, ছবি – আইএএনএস

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই যে মঙ্গলবার সারাদিনই বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালী বাতাসের সংঘর্ষে দক্ষিণবঙ্গে মেঘের ঘনঘটা থাকবে। মেঘ-বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। এই পূর্বাভাস শোনার পরও সোমবার দুপুরের পর তেমন বৃষ্টি না হওয়ায় শহরবাসী ধরে নিয়েছিলেন হয়তো কেটে গেল মেঘ। ধরল বৃষ্টি।


Alipore Meteorological Department

কিন্তু সে ইচ্ছে পূর্ণ হয়নি। বরং পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। একটু সকাল থেকই শুরু হয় বৃষ্টি। আর সেই বৃষ্টি খুব কম সময়েই শহরের বিভিন্ন অংশকে রেহাই দিয়েছে। প্রবল বৃষ্টিতে মঙ্গলবার শহরের জনজীবন রীতিমত ধাক্কা খায়। বাসের গতি ছিল অনেকটাই শ্লথ। বৃষ্টিভেজা দিনে খুব দরকার না থাকলে অনেকেই কাজে বার হননি। এদিকে বৃষ্টি চলেছে অবিরাম। সঙ্গে মাঝে মধ্যেই মেঘের গর্জন। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের উত্তাপের মাঝেই এদিন গোটা শহর বিজল কাকভেজা বৃষ্টিতে। আগামী বুধবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button