
আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বুধবার থেকে বাড়বে। দক্ষিণে কমবে। সেই পূর্বাভাস একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল। বুধবার কাকভোর থেকে শহর ও শহরতলিতে প্রবল বৃষ্টি শুরু হয়। প্রায় ১ ঘণ্টা টানা ঝেঁপে বৃষ্টি হয়েছে। ফলে সকালেই রাস্তাঘাটে জল জমে যায়। সকাল ৬টার পর বৃষ্টি কিছুটা হলেও ধরে। কিন্তু আকাশ ছিল পুরু মেঘে ঢাকা। সঙ্গে ছিল জোলো ঠান্ডা হাওয়ার দাপট।

বুধবার বেলা বাড়তে কিন্তু সেই বৃষ্টিভেজা আবহাওয়া মুছে যেতে থাকে। ঝলমলে রোদ ওঠে। রোদের তেজ দেখে অনেকেই ধরে নেন এবার তাহলে কেটে গেল দুর্যোগ। অফিস টাইমে বেশ ভালই রোদ ছিল এদিন। কিন্তু দুপুর গড়াতেই ফের আকাশে মেঘ রোদের খেলা শুরু হয়। দুপুর গড়াতে গড়াতে মেঘের স্তরও পুরু হয়। শুরু হয় ঝিরঝির করে বৃষ্টি। এদিন যত বিকেল নেমেছে ততই মেঘের আস্তরণ পুরু হয়েছে। ঘনঘটা চিন্তার ভাঁজ ফেলেছে। বিকেলে অনেক জায়গায় গুড়গুড় করে মেঘ ডাকতে শুরু করে। সঙ্গে বৃষ্টি।
গত রবিবার বিকেলের পর থেকে কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে যে বৃষ্টির আবহাওয়া শুরু হয়েছে তা সোমবার অব্যাহত থেকেছে। হয়েছে শিলাবৃষ্টি। গত মঙ্গলবারও সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি হয়েছে শহরে। টানা দিনভর বৃষ্টি চলেছে। সন্ধের পর বৃষ্টি থেমে শহরে মানুষজন বার হতে পেরেছেন। ফের বুধবার বিকেলে এমন বৃষ্টি কিছুটা হলেও থমকে দিল সকলকে। বিশেষত অফিস ছুটির সময় এমন বৃষ্টি কিন্তু মানুষকে সমস্যায় ফেলে দেয়।