মতুয়া মহাসংঘের বড়মা বীণাপাণি দেবীর অবস্থা অতি সংকটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত বড়মাকে মঙ্গলবার ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভোর ৫টায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তাঁর মাল্টি অর্গান ফেলিওর হয়েছে। অর্থাৎ তাঁর শরীরের একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন চিকিৎসকেরা।
গত ২৮ ফেব্রুয়ারি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে তাঁকে প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে গত রবিবার ৩ মার্চ তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। প্রবল জ্বর নিয়ে ভর্তি হলেও পরে তাঁর নিউমোনিয়া ধরা পড়ে। এসএসকেএম হাসপাতালের সুপার রঘুনাথ মিশ্র সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বড়মার বয়স ১০০ পার করেছে। ফলে বয়সে মাল্টি অর্গান ফেলিওর হচ্ছে।
উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের প্রধান বড়মার সঙ্গে কদিন আগেই দেখা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মতুয়া নেতৃত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্কের কথা সকলেই জানেন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)