বিস্ফোরক বোঝাই গাড়ি এবার খোদ কলকাতায়। উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা টালা ব্রিজের ওপর একটি মাটাডোরে বোঝাই করা ছিল বিস্ফোরক। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গাড়িটিকে শুক্রবার গভীর রাতে টালা ব্রিজের ওপর দাঁড় করায়। মাটাডোর তল্লাশি করতে গিয়ে তারা দেখে ভিতরে বোঝাই করা রয়েছে বিস্ফোরক। গ্রেফতার করা হয় গাড়ির চালক ও অন্য আরোহীকে।
যে মাটাডোরটি পুলিশ আটক করে তা ওড়িশা থেকে আসছিল। যাচ্ছিল উত্তর ২৪ পরগনার কোনও এক জায়গায়। মাটাডোরের মধ্যে ২৭টি চটের ব্যাগের মধ্যে ছিল ১ হাজার কেজি বিস্ফোরক। এত পরিমাণ পটাশিয়াম নাইট্রেট একটি গাড়িতে বোঝাই করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কারা এই বিস্ফোরক আনার বরাত দিয়েছিল? কোথায় কীভাবে এগুলি দেওয়ার কথা ছিল? কেন এত বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল? এমন হাজারো প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
যে ২ জনকে গ্রেফতার করা হয় তাদের একজনের নাম ইন্দ্রজিত ভুই। বয়স ২৫ বছর। অন্যজন পদ্মলোচন দে। বয়স ৩১ বছর। তারা ২ জনেই ওড়িশার বালেশ্বরের বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয় জানার চেষ্টা করছে পুলিশ।